এম.এ করিম মিষ্টার, নীলফামারী : নীলফামারীতে ৫ দিনব্যাপি স্কাউট উপদল নেতা প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধন করা হয়েছে। বাংলাদেশ স্কাউটের সহযোগীতায় ও নীলফামারী জেলা স্কাউটের আয়োজনে ৬ অক্টোবর সোমবার সন্ধ্যায় ওই প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধন করেন জেলা স্কাউটের সভাপতি ও জেলা প্রশাসক এস.এম মাহফুজুল হক।
বাংলাদেশ স্কউট নীলফামারী জেলা কমিশনার মোজাহহারুল হকের সভাপতিত্বে নীলফামারী সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা স্কাউটের সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এ.এম রফিকুন্নবী, সাধারণ সম্পাদক বিনয় কুমার রায়, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা স্কাউটের সহকারী কমিশনার সুধির কুমার রায়, কাপ লিডার এলিনা বেগম, দিনাজপুর যোনের প্রশিক্ষক মজিবর রহমান প্রমুখ। জেলা স্কাউটের সাধারণ সম্পাদক বিনয় কুমার রায় জানান, ৫ দিনব্যাপি উপদলনেতা প্রশিক্ষণ কোর্সে জেলার ছয় উপজেলার ৪০টি বিদ্যালয়ের ৪০জন দলনেতা অংশগ্রহণ করেছে । প্রশিক্ষক হিসেবে জেলা স্কাউট লিডার মানিক চন্দ্র রায়সহ জেলার ছয় উপজেলার ছয় জন প্রশিক্ষক এই ৪০ দলনেতাকে প্রশিক্ষণ দিবেন। ১০ অক্টোবর প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরনের মধ্য দিয়ে কোর্সের সমাপনী অনুষ্ঠিত হবে।
