একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ : ‘সবাই মিলে ইঁদুর মারি, খাদ্য শষ্য রক্ষা করি’ এ প্রতিপাদ্য নিয়ে নওগাঁর আত্রাইয়ে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর মঙ্গলবার উপজেলা অডিটরিয়াম হল রুমে সকাল ১১টায় আত্রাই উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন বাবর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে অভিযানের উদ্বোধন ও বক্তব্য রাখেন উপ- পরিচালক কৃষি সম্প্রসারন নওগাঁ এস এম নূরুজ্জামান মন্ডল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. আব্দুল আজিজ,আত্রাই প্রেস ক্লাবের সভাপতি এ কে এম কামাল উদ্দিন টগর,অতিরিক্ত কৃষি কর্মকর্তা আবুল হাসান,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ বছির উদ্দিন,নবাবেরতাম্বু গ্রামের প্রান্তিক কৃষক মোঃ আব্দুল জলিল প্রাং, মনিয়ারীর কৃষ্টপুর গ্রামের কৃষক বীর মক্তিযোদ্ধা আব্দুল গাফ্ফার, কৃষানী আঙ্গুরী বেগম প্রমুখ।
