আমির হোসেন আমু, দেবিদ্বার (কুমিল্লা) : কুমিল্লার দেবিদ্বারে রাজামেহার ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী আদর্শ কলেজের নবীন বরন ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে কলেজের নবীন বরন ও জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ও রাজামেহার ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী আদর্শ কলেজ পরিচালনার পর্ষদের সভাপতি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আমেনা আহমেদ ফাউন্ডেশন পৃষ্ঠপোষক মো. জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন আমেনা আহমেদ ফাউন্ডেশন পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন, কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে কলেজের কৃতি ছাত্র/ ছাত্রীদের মাঝে ৪ লক্ষ ১২ হাজার টাকা বৃত্তি এবং জিপিএ-৫ প্রাপ্তদের ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
