আবুল কাশেম, বাসাইল (টাঙ্গাইল) : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সারা বিশ্বে বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনার নাম দু’টি কারনে চির স্মরণীয় হয়ে থাকবে তার একটি হলো তথ্য ও প্রযুক্তির উন্নয়ণের মধ্যমে দেশ ও জাতিকে বিশ্বে পরিচয় করিয়ে দেয়ার জন্য, অপরটি হলো সাহসিকতার সাথে কুখ্যাত মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে দেশ ও জাতিকে কলঙ্কমুক্ত করা। তিনি ৮ অক্টোবর মঙ্গলবার টাঙ্গাইলের বাসাইলে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।
এসময় তিনি বলেন, যারা ইসলামের দোহাই দিয়ে নারী-পুরুষ, শিশু, অন্য ধর্মের পুরোহিতকে হত্যা করে, গাছ কেটে রাস্তা অবরোধ করে নবী (সা.) এর একটি কথাও মানে না, ওরা ধর্মের শত্র“,মানবতার শত্র“, সংবিধানের শত্র“, ওরা নারী ও দেশের শত্র“। ওরা স্বাধীনতা যুদ্ধে নারী নির্যাতন করে মানুষ খুন করে দেশে ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে , এবার ওই পাকিস্তানী দোসর রাজাকার আল-বদররা এদেশের নারীদের শিক্ষা ও কর্মের অধিকার কেড়ে নেয়ার ষড়যন্ত্র করছে। ওইসব ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হলে বাংলাদেশের উন্নয়ন ,মানবতা,মুক্তিযুদ্ধের চেতনা শান্তি ও গণতন্ত্রের পক্ষে ভোট দিতে হবে এবং জঙ্গিবাদ, বোমাবাজি, লুটেরা, নারীনির্যাতনকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ভেটো প্রদান করতে হবে।
তিনি বিরোধী দলের সমালোচনা করে বলেন, খালেদা জিয়া নির্বাচন চায়না,বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কে বানচাল করে যুদ্ধাপরাধীদের বাঁচিয়ে সোনার বাংলাকে জঙ্গিবাদী তালেবান রাষ্ট্রে পরিনত করতে চায়। তিনি বলেন, কোন ষড়যন্ত্র করে লাভ হবেনা, সরকার তার পূর্ণ নির্বাহী ক্ষমতা নির্বাচনের তফশীল ঘোষনার পূর্বমুহূর্ত পর্যন্ত পালন করবে। তারপর অন্তর্বতী সরকারের প্রধান কে হবে তার জন্য আলোচনার দুয়ার খোলা আছে। আসুন আলোচনা ও সংলাপের মাধ্যমে অবশ্যই একটি সমঝোতায় পৌছানো সম্ভব। আগামী ২৪ অক্টোবর থেকে ২৪ জানুয়ারীর মধ্যে একটি সুষ্ঠুসুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হবে ইনশাআল্লাহ।
বাসাইল উপজেলা শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন স্থানীয় এমপি কৃষিবিদ অধ্যাপক শওকত মোমেন শাহজাহান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ড.সাইফুল ইসলাম খান, বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আরা বেগম, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা মাহফুজা বেগম, বাসাইল পৌরসভার মেয়র মজিবর রহমান, বাসাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ মিয়া। বাসাইলে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক কাজী অলিদ ইসলাম। অনুষ্ঠানে পিএসসি, জেএসসি,এসএসসি,এইচএসসি ও ডিগ্রীসহ সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ১২৭ জন শিক্ষার্থীর মধ্যে সংবর্ধনাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ ও সনদ বিতরন করা হয়।
