এস.এম.তারেক নেওয়াজ, হোসেনপুর (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জ হোসেনপুর মহাসড়কে দরিয়াবাজ এলাকায় ট্রাক-অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষে ৪ জন গুরুতর আহত হয়েছে। ৮ অক্টোবর মঙ্গলবার সকালে ওই দূর্ঘটনা ঘটে।
জানা যায়, দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী অটোরিক্সাকে ধাক্কা দিলে মহা সড়কের পাশে থাকা পুকুরে ছিটকে পড়ে। ওইসময় মো. আতিকুল্লাহ (৩৫), মো. সাফির উদ্দিন (৪০), মোছা. আছমা আক্তার (২৫) ও মোছা. মোনালিসা (২৫) নামে ৪ যাত্রী গুরুতর আহত হয়। পরে আশ-পাশের লোকজন তাদের উদ্ধার করে হোসেনপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় আতিকুল্লাহ ও মোনালিসাকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।
