এম,আর,টি মিন্টু শ্রীবরদী (শেরপুর) :
শেরপুরের শ্রীবরদী উপজেলাধীন ভেলুয়া ইউনিয়নে গনসংযোগ করলেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য খন্দকার মুহম্মদ খুররম। ৭ অক্টোবর সন্ধা ৬.৩০ টায় ইউনিয়নের শিমূলচরা বাজারে দলের অবহেলিত, ত্যাগী ও নির্যাতিত নেতা কর্মীদের সাথে নিয়ে বাজারের সাধারণ জনগনের সাথে সাাৎ করেন তিনি। নেতা কর্মীদের মধ্যে-মনোয়ার হোসেন জমিদার, আবুল কাসেম, মেজাজ উদ্দিন মিজু, নওশেদ আলী, মোস্তফা, জহুরুল মেম্বার, নিয়ামত আলী, আবু হানিফা, ফারুক, রতন, রফিক, বেলাল, ইদ্রিস আলী, রেজ্জাক, শাহিন, প্রমুখ এই বর্ষীয়ান নেতার সাথে সফর করেন। খন্দকার খুররম এক সংপ্তি আলোচনায় বক্তব্যে বলেন, যে কোন ত্যাগের বিনিময়ে আগামী নির্বাচনে দেশের স্বাধীনতা ও সার্বভৌম রার স্বার্থে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তি শালী করে নেত্রীর রূপকল্প-২০২১ বাস্তবায়ন করে মধ্যম আয়ের দেশ গঠনে সহয়তা করতে হবে। নৌকা প্রতিক যাকে দেওয়া হবে তার পইে তিনি সক্রিয় কাজ করবেন। তবে জনগণের দোয়া থাকলে তিনিও মনোনয়ন পেতে পারেন। সাধারণ ও অবহেলিত মানুষের মতামত তথা নেতাদের আমল নামা দলের হাই কমান্ড মূল্যায়ন করে মনোনয়ন নিশ্চিত করবে বলে তার দৃঢ় বিশ্বাস। এখানে চাটুকারিতা কিংবা কালো অর্থের মূল্যায়ন হবে না। তার পে জনগনের সমর্থন আছে কিনা জানতে চাইলে উপস্থিত বিপুল সংখ্যক জনতা দু’হাত উঠিয়ে অকুন্ঠ সমর্থন জানান চার দশকের অধিক কালের রাজ নৈতিক এই অকৃত্রিম বন্ধুকে।
