স্টাফ রিপোর্টার : সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকাদের প্রথম শ্রেণী গেজেটেড পদমর্যাদার দাবিতে শেরপুরে মানববন্ধন করেছেন শিক্ষকরা। ৭ অক্টোবর সোমবার সকালে শহরের থানা মোড় এলাকায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সরকারী মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির শেরপুর জেলা কমিটি’র আয়োজনে মানববন্ধনে জেলার বিভিন্ন সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন। এতে আগামী ১ নভেম্বর একই দাবিতে ঢাকায় মহাসমাবেশ সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।
