ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের উপ-নির্বাচনে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শপথ গ্রহণ করেছেন। ৭ অক্টোবর সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে তাকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। ওই শপথ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হকসহ স্থানীয় ইউপি সদস্য/সদস্যাসহ এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
