মৌলভীবাজার সংবাদদাতা : কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের দিলদারপুর উচ্চ বিদ্যালয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দশম শ্রেণীর ২ ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ৬ অক্টোবর রবিবার ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বেত্রাঘাতে ওই ২ ছাত্র আহত হয়। এরা হচ্ছে দশম শ্রেণীর ছাত্র পারভেজ রেজা ও রুয়েল হোসেন মুন্না। আহত ছাত্রদ্বয়কে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, রুয়েল ও মুন্না প্রতিদিন ক্লাশের প্রথম বেঞ্চে বসত। রবিবার তাদের সিটে অপর ছাত্ররা বসায় তাদের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি নিয়ে টিফিনের সময় বিদ্যালয়ের সভাপতি মুজিবুর রহমান সেলিম এসে প্রধান শিক্ষিকা রুপিয়া বেগমসহ অন্যান্য শিক্ষকদের সামনে পারভেজ রেজা ও রুয়েল হোসেন মুন্নাকে বেধড়ক পেটান।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুপিয়া বেগম জানান, বৃহস্পতিবার ছাত্রদের বসাকে কেন্দ্র করে ঝগড়া হয়। ছাত্ররা উচ্ছৃঙ্খল, শিক্ষকরা তাই তারা পরিচালনা কমিটির দ্বারস্থ হন। উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদ বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে বিদ্যালয়ের সভাপতি মুজিবুর রহমান সেলিম এর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি ।
