মো. খালেদ পারভেজ বখশ, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শমসেরনগর সড়ক এলাকা থেকে ১৩ চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। ৭ অক্টোবর সোমবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে মছদ্দর আলী (৪৮), মছকন্দর মিয়া (৩৫), আবদুল মুমিন (৫২), আবদুল মুকিত (৩৩), লিটন (২৫), মছবির আলী (৫৫), আবদুর রশিদ(৩৫), আবদুর রউফ (৩৮), মুহিদ মিয়া (৩৭), ফরিদ আলী (৩৬), রুশন মিয়া (৩৫), লেবু মিয়া (৪০) ও হান্নান মিয়া (২৫)। আটককৃতদের বাড়ী স্থানীয় রহিমপুর ইউনিয়নের বড়চেক ও ছয়কুট গ্রামে।
কমলগঞ্জ থানার এসআই চম্পুক দাম জানান, হামিদিয়া চা বাগানের ব্যবস্থাপকের কাছে চাঁদা দাবি করলে চাাঁদা দিতে অস্বীকার করায় সংঘবদ্ধ ওই চাঁদাবাজরা চা বাগানে ভাংচুর করে। ওই ঘটনায় বাগান কর্তৃপক্ষ কমলগঞ্জ থানায় চাঁদাবাজির মামলা দায়েরের করলে ভোরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিহার রঞ্চন নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
