মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা : রংপুরের মিঠাপুকুরে এসকেএস ফাউন্ডেশন এর এসডিএলজি প্রকল্পের আওতায় আয়োজিত ৩ দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা ৭ অক্টোবর সোমবার শেষ হয়েছে। স্থানীয় এসকেএস প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত ওই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার প্রধান অতিথি, ভাইস-চেয়ারম্যান হালিম মন্ডল ও মহিলা ভাইস-চেয়ারম্যান মওদুদা আখতার দিনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় উপজেলার ১৭ ইউপি চেয়ারম্যান ও ৫জন মহিলা প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রশিক্ষন প্রদান করেন প্রকল্প সমম্বয়কারী ইসমাইল হোসেন।
