মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা : ‘নিশ্চিত হোক শিশু অধিকার, কাটুক সকল অন্ধকার’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মহম্মদপুরে ৭ অক্টোবর সোমবার দুপুরে শিশু অধিকার সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে অ্যাকটিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি শহীদ মিনার চত্বর এলাকা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুদ্দৌজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান। বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না রাণী বিশ্বাস, কৃষি কর্মকর্তা শরীফ উদ্দীন আহমদ, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাক আহম্মেদ, সমাজ সেবা কর্মকর্তা তাহেরা জেসমিন, এভিসিবি প্রকল্প ওয়েভ ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী মোঃ জহুর আলী প্রমূখ।