মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা : মাগুরার মহম্মদপুরে ঈদুল আজহা ও শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপন উপলক্ষে আইন শৃংখলা রক্ষায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুদ্দৌজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান। বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না রাণী বিশ্বাস, কৃষি কর্মকর্তা শরীফ উদ্দীন আহমদ, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাক আহম্মেদ, সমাজ সেবা কর্মকর্তা তাহেরা জেসমিন প্রমূখ।
