আজম রেহমান, ঠাকুরগাও : ঠাকুরগাওয়ের পীরগঞ্জ পৌরসভায় উপজেলা শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্প, এলজিইডিই’র আওতাধীন পৌর মাষ্টারপ্ল্লান প্রণয়ন প্রকল্পের চুড়ান্ত কনসালটেন্সেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর সোমবার পৌরসভার হলরুমে পৌর মেয়র মো: রাজিউর রহমান রাজু’র সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় পৌরসভার ৯ টি ওয়ার্ডের উন্নয়ন পরিকল্পনা, বর্তমান অবস্থাসহ সার্বিক দিক উপস্থাপন করেন ডাটা এঙ্পার্টিস (প্রা:) লিমিটেড এর নগর পরিকল্পনাবিদ হিমেল রায়, সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নগর পরিকল্পনাবিদ পুলিন চন্দ্র গোলদার, সুভাশিষ গোস্বামী ও শিকদার সাইদুজ্জামান। ওই সভায় সাংবাদিক কাজী নূরুল ইসলাম, আজম রেহমান, মোশাররফ হোসেন, মোকাদ্দেস হায়াত মিলন, আজিজুল হক, পৌর কর্মচারী নেতা রফিকুল ইসলাম, আবু জাহিদ, প্যানেল মেয়র আব্দুল খালেক, শমসের আলী প্রমুখ উপস্থিত ছিলেন। পরে পৌর মেয়র ওই সভায় উপস্থিত হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
