মনিবুর রহমান চৌধুরী, পত্নীতলা (নওগাঁ) : নওগাঁর পত্নীতলায় থানা পুলিশের কাছ থেকে আসামী ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ৬ অক্টোবর রবিবার বিকেলে স্থানীয় খলনা বড়ইকুড়িঁ গ্রামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে থানায় নেওয়ার পথে ওই ঘটনা ঘটে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ব্যবসায়ী মাদক সম্রাট খলনার বড়ইকুড়িঁ গ্রামের ফয়েস উদ্দীনের পুত্র মালেক (৩৩) কে আটক করে থানায় নেওয়ার পথে উপজেলার বালুঘাঁ গ্রামের সহযোগী মাদক ব্যবসায়ীরা পুলিশের গাড়ি আটকিয়ে এএসআই তাজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সকে মারধর করে আসামী মালেককে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় পত্নীতলা থানা পুলিশ খবর পেয়ে এস.আই নুরুল ইসলাম, এসআই মকবুল হোসেনসহ সঙ্গীয় ফোর্স তাৎক্ষনিক অভিযান চালিয়ে বালুঘাঁ গ্রামের মৃত রহমত উল্লার পুত্র মাদক সম্রাট জাহেদুল ইসলাম (৩০) ও মাদক সম্রাট লুৎফর রহমানের পুত্র রাজিকুল ইসলাম (২১) কে আটক করে। অন্যান্যরা ওই সময় পালিয়ে যায়। এ ব্যাপারে পত্নীতলা থানায় ওই এলাকার ১৮ জন মাদক ব্যবসায়ী বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।
