ঠাকুরগাঁও সংবাদদাতা : শিক কর্তৃক ছাত্রী যৌন হয়রানী এবং এক ছাত্রকে পিটিয়ে জখম করার প্রতিবাদে ঠাকুরগাঁও কালেক্টর স্কুল এন্ড কলেজে তালা দিয়েছে বিক্ষাুদ্ধ শিক্ষার্থীরা। ৭ অক্টোবর সোমবার দুপুর ১২ টায় ওই প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা বিােভ করে স্কুলের মূল ফটকে (মেইন গেটে) তালা ঝুলিয়ে দেয়।
অভিযোগে জানা যায় জেলা প্রশাসন পরিচালিত কালেক্টর স্কুল এন্ড কলেজের শিক্ষক মুজাহারুল হক দশম শ্রেনীর এক ছাত্রীকে দীর্ঘ দিন ধরে উত্যক্ত করে এবং শিষ্টাচার বর্হিভূত প্রস্তাব দেয়। ওই ছাত্রী শিক মুজাহারুলকে বুঝিয়ে শান্ত করতে পারেনি। নিরুপায় হয়ে তার অভিভাবককে ঘটনাটি জানায়। ওই ছাত্রীর অভিভাবক গতকাল স্কুলে এসে শিা প্রতিষ্ঠানের প্রধানকে অভিযোগ করলে বিষয়টি জানা জানি হয়। পরে প্রতিষ্ঠানের শিার্থীরা বিােভে ফেটে পড়ে। অপরদিকে এই শিাপ্রতিষ্ঠানের এসএসসি পরীার্থী হুমায়ুন কবির কে তার কাস টিচার মোশারফ হোসেন পরীার হলে পিটিয়ে জখম করে। শিকের জুতার আঘাতে হুমায়ুন কবিরের একটি চোখ ফেটে রক্ত নির্গম হয়। এ ঘটনা শিার্থীরা মেনে নিতে পারেনি। নির্যাতনের প্রতিবাদে ছাত্র-ছাত্রীরা মিছিল নিয়ে ডিসি অফিসে যায়। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস বলেন দোষীদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেয়া হচ্ছে।
