এম লুৎফর রহমান নরসিংদী : নরসিংদীতে ‘প্রাক-শৈশব যত্ন ও শিক্ষা : আমাদের করণীয়’ শীর্ষক দিন ব্যাপী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর সোমবার সকাল ১০টায় এলজিইডি মিলনায়তনে গণসাক্ষরতা অভিযান ও মাদারস ডেভেলপমেন্ট সোসাইটি (এমডিএস)’র যৌথ আয়োজনে ইউরোপিয়ান ইউনিয়ন এর সহায়তায় ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু বক্কর ছিদ্দিক। এমডিএস’র নির্বাহী পরিচালক ফাহিমা খানম এর পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণস্বাক্ষরতা অভিযানের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার এনামুল হক তাপস, প্রোগ্রাম অফিসার তনুজা শর্মা, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সকা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খলিলুর রহমান সজিব, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নরেশ চন্দ্র দাস। মতবিনিময় সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন এমডিএস’র নির্বাহী পরিচালক ফাহিমা খানম। অন্যদিকে অনুষ্ঠানের উদ্দেশ্য ও ভবিষত করণীয় বিষয়ে আলোকপাত করেন গণস্বাক্ষরতা অভিযানের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার এনামুল হক তাপস। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বাসস প্রতিনিধি আবু তাহের, সাংবাদিক তোফাজ্জল হোসেন, শিশু একাডেমীর অফিস সহকারী নূর মোহাম্মদ ভূইয়া, মহিলা পরিষদ নেত্রী হাফেজা বেগম, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সৈয়দা মনিরা বেগম, ঢাকা আহছানিয়া মিশনের শিক্ষা বিষয়ক সুপারভাইজার রওশন আরা বেগম, বাগহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস পাঠান প্রমুখ।
