নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা : আসন্ন ঈদ ও পূজা শান্তিপূর্ণ ভাবে পালনের লে দিনাজপুরের নবাবগঞ্জে আইন শৃংখলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নবাবগঞ্জ থানা ও উপজেলা কমিউিনিটি পুলিশিং ফোরামের অয়োজনে ৭ অক্টোবর সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই সেমিনারে সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ এস কে আব্দুলাহ আল সাইদ। সেমিনারে প্রধান অতিথি হিসাবে দিনাজপুর পুলিশ সুপার সারোয়ার মোর্শদ শামীম এবং বিশেষ অতিথি হিসাবে ফুলবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার সুশান্ত সরকার, উপজেলা চেয়ারম্যান শিবলী সাদিক, উপজেলা ভাইস চেয়াম্যান শেফালী বেগম রেখা ও শাহ আলমগীর, পুলিশ পরিদর্শক(তদন্ত) শম্ভু দাশ গুপ্ত সুমন, ইউ,পি চেয়ারম্যান নজরুল ইসলাম ও শফিকুল ইসলাম বেলাল উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন নবাবগঞ্জ কেন্দ্রিয় পুজা কমিটির সভাপতি অধ্য বিল্পব কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ ও গৌরী প্রসন্ন মজুমদার। সেমিনারে জানানো হয় উপজেলায় এলাকায় এবারে ৬১ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। সেমিনারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান এবারে ৬১ টি মন্দিরে ৩০.৫০০ মেঃ টন চাল অনুদান প্রদান করা হয়েছে।
