এম লুৎফর রহমান নরসিংদী : বিরোধীদলীয় চীফ হুইপ জয়নুল আবেদীন ফারুক বলেছেন, আমাদের দাবি একটাই, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে সেই নির্বাচনে বিএনপি অবশ্যই অংশগ্রহন করবে। আর যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি মানা না হয়, তাহলে ঈদুল আজহার পর বিএনপি হাসিনা সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। তিনি সরকারী দল আওয়ামী লীগকে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি মেনে নিয়ে দেশে স্থিতাবস্থা বজায় রাখার আহব্বান জানান। ৭ অক্টোবর সোমবার নরসিংদীর বাধন কমিউনিটি সেন্টারে নরসিংদী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষনে তিনি ওইকথা বলেন।
কেন্দ্রীয় মহিলা দলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং জেলা মহিলা দলের আহবায়ক এড. উম্মে সালমা মায়া’র সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি নূরে সাফা চৌধুরী, কেন্দ্রীয় মহিলা দলের সেক্রেটারী শিরীন সুলতানা, জেলা বিএনপির সেক্রেটারী তোফাজ্জল হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর এলাহী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ দীপু, বিএনপি নেতা সুলতান উদ্দিন মোল্লা, এডভোকেট কানিজ ফাতেমা প্রমূখ।
