এ কিউ রাসেল, টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী ইউনিয়নে দূর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে নগদ টাকা প্রদান করা হয়েছে। ৭ অক্টোবর সোমবার সকালে গোবিন্দাসী ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন ১২টি পূজা মন্ডপের জন্য নগদ ৫ হাজার টাকা করে প্রদান করেন। এর আগে রবিবার দূর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির সদস্যদের নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম,সচিব শেখ ফরিদ, ইউপি সদস্যসহ হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।
