ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা ও শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষ্যে ৭ অক্টোবর সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাঈম, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা প্রমূখ।
