দেলোয়ার হোসেন, জামালপুর : জামালপুর থানা পুলিশের বিশেষ অভিযানে শহরের বিভিন্ন বিভিন্ন এলাকা থেকে ১৬জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৭ অক্টোবর সোমবার রানীগঞ্জ পতিতাপল্লী, মেথরপট্টিসহ শহরের বিভিন্ন এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।
এরা হচ্ছে পাথালিয়া গ্রামের নূরল ইসলামের পুত্র সোহেল (২৮), মাদারগঞ্জের বিন্নাফের গ্রামের আমজাদ হোসেনের পুত্র মোস্তাক আহম্মেদ (৩৫), নারায়নপুর গ্রামের তৈয়ব আলীর পুত্র বিল্লাল হোসেন (৩৫), বসাকপাড়ার জীবন সাহার পুত্র অসীম সাহা (২৮), মোসলিমাবাদের রুহুল আমিনের পুত্র জাহাঙ্গীর (৩৫), হাসান আলীর সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার পুত্র রমজান (২৮), চরশালদহ গ্রামের মৃত মহেস আলীর পুত্র আছমের গোয়াল (৫০), মোসলিমাবাদের আঃ জলিলের পুত্র আব্দুর রফিক (১৮), ছোনটিয়ার মোগর আলীর পুত্র বিপন (২৫), মাদারবাড়িয়ার আবুল হোসেনের পুত্র হাফিজুল ইসলাম (২৮), চন্দ্রা গ্রামের তৈয়ব আলী সেখের আমির হোসেন সেক (৪০), মৃধাপাড়ার মৃত এমাজ উদ্দিন খন্দকারের পুত্র খন্দাকার জলিল মেম্বার (৪০), টাঙ্গাইল জেলার মুধপুরের চায়ালজালি গ্রামের মৃত স্বপন রবিদাসের পুত্র বিষ্ণু রবিদাসের (৩০) ও মেলান্দহের ঝাউগড়ার মৃত মুকুল হোসেনের পুত্র জহুরুল ইসলাম (১৮)।
ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, মাদক সেবন ও অসামাজিক কার্যাকলাপে লিপ্ত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। বিরুদ্ধে নিয়মিত মামলাসহ গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।
