মো. আমির হোসেন আমু, দেবিদ্বার (কুমিল্লা) : চট্রগ্রাম মহানগর আওয়ামী লীগ’র প্রয়াত সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানু’র স্মরণসভা পালিত হয়েছে। ৭ অক্টোবর সোমবার মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ দেবিদ্বার শাখা ওই স্মরণসভার আয়োজন করে।
সোমবার সকালে দেবিদ্বার এ বি এম গোলাম মোস্তফা পৌর মিলনায়তনে দেবিদ্বার উপজেলা প্রেসক্লাব সভাপতি এবিএম আতিকুর রহমান বাশারের সঞ্চালনায় আমরা মুক্তিযোদ্ধার সন্তান’র কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও সরকারী প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব জয়নুল আবেদীন, দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুন-অর-রশীদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান একেএম সফিকুল আলম কামাল, এডভোকেট নাজমা বেগম, সুবিল ইউনিয়ন চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ রশিদ, আ’লীগ উপজেলা যুগ্ম সম্পাদক ছিদ্দিকুর রহমান ভূঞা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ’র কমান্ডার কাজী আব্দুস সামাদ, ডেপুটি কমান্ডার মোঃ মনিরুজ্জামান আউয়াল, সাবেক কমান্ডার মোঃ রফিকুল ইসলাম, যুবলীগ কুমিল্লা (উঃ) জেলা নেতা মোঃ লুৎফর রহমান বাবুল, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, দেবিদ্বার উপজেলা সভাপতি মো. আলাউদ্দিন হোসেন প্রমূখ।
আয়োজিত স্মরণসভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাজী ইনামুল হক দানু আমৃত্যু সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের চেতনার একজন সাহসী সৈনিক। আলোচকরা মুক্তিযুদ্ধে তার অবদান অবিস্মণীয় উল্লেখ করে মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার কার্য দ্রুত সম্পন্ন, ধর্মান্ধ মৌলবাদী জঙ্গী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ তার অসমাপ্ত কাজ সমাপ্ত করারও অঙ্গীকার করেন। বক্তারা তার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে বর্তমান সরকারের পাশে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।




