দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার দেবিদ্বারে ছেলের আঘাতে মা আলেখা বেগম (৫৫) খুন হয়েছেন। ৬ অক্টোবর রবিবার সন্ধ্যায় উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর গ্রামে ওই ঘটনা ঘটে। সোমবার সকালে লাশ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, শনিবার বিকেলে তুচ্ছ বিষয়ে মাদকাসক্ত ছেলে আমির হোসেন তার মাকে আঘাত করলে মারাত্মক আহত অবস্থায় তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরবর্তীতে তার অবস্থার অবনতি ঘটলে তাকে কুমিল্লা প্রাইভেট (মুন হসপিটাল) হাসপাতালে পাঠানো হয়। রবিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। এদিকে ঘটনার পর আমির হোসেন গাঁ ঢাকা দেয়। এব্যাপারে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ পারভেজ তালুকদার জানান, ‘এলাকাবাসীর মাধ্যমে বিষয়টি জেনেছি। পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।