এম. আবদুল্লাহ আনসারী, পেকুয়া (কক্সবাজার) : কক্সবাজারের পেকুয়ায় অপহৃত স্কুলছাত্রকে অপহরণে ২৪ ঘন্টার মধ্যে চকরিয়ার ডুলহাজারর গভীর পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। ্এসময় পুলিশ ৪ অপহরণকারীকে আটক করে।
জানা যায়, ৫ অক্টোবর সকাল সাড়ে ৮ টার দিকে পেকুয়া সদরের আঞ্চলিক মহাসড়কের উপজেলা পরিষদের দক্ষিণ পাশ থেকে পেকুয়া সদরের পূর্ব গোয়াখালীর সৌদি প্রবাসী মহিউদ্দিনের ছেলে স্কুল ছাত্র তারেকুর রহমানকে অজ্ঞাত দুর্বত্তরা অপহরণ করে সি.এন.জি করে নিয়ে গিয়ে মোবাইলে ওই অপহৃত শিশুর মার কাছে ৩৫ লাখ টাকা চাঁদাদাবী করে। এঘটনায় অপহৃত শিশুর মা মোতাহেরা বেগম বাদী হয়ে পেকুয়া থানায় মামলা দায়ের করলে ৫ অক্টোবর দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের পূর্ব রিজার্ভ এলাকার গভীর পাহাড়ের একটি বাড়ী থেকে বন্ধী অবস্থায় তারেককে উদ্ধার করে এসময় পুলিশ অপহরণ চক্রের সাথে জড়িত দুই মহিলা সহ এক যুবককে আটক করে। এর পূর্বে অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে অপহৃত শিশুর প্রতিবেশী পূর্ব গোয়ালীর আবুলকালামের ছেলে মানিককে পেকুয়া থানা পুলিশ আটক করে তারই স্বীকারোক্তি মতে ডুলহাজারার পাহাড়ি এলাকা থেক পেকুয়া থানার এস.আই আনোয়ারের নেতৃত্বে একদল পুলিশ অপহৃত শিশু তারেক ও অপহরণকারী পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব গোয়াখালী এলাকার মৃত: জামাল উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম (৩৫), মৃত: জামাল উদ্দিনের ছেলে পারভেজ (১৯), বশির আহমদের তালাকপ্রাপ্ত স্ত্রী পারভিন আক্তারকে (২৬) আটক করে।
পেকুয়া থানা সুত্রে জানা যায়, অপহরণের অভিযোগ পাওয়ার পর থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের সনাক্ত করার চেষ্টা চালানো হয়। মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে মানিককে শনাক্ত করে তাকে পেকুয়ার বাইম্যাখালী এলাকা থেকে আটক করা হয়। পরে তার তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে অপহৃত স্কুল ছাত্রকে উদ্ধার ও অপহরণকারী চক্রের ৪ সদস্যকে আটক করা হয়। থানা সূত্রে আরও জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে অপহৃত তারেকের মা মোতাহেরা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও মুক্তিপন আদায়ের অপরাধে ২০০৮ সংশোধনী আইনে মামলা দায়ের করে।
ওই অপহরণকারী চক্রের সদস্যদের ২৪ ঘন্টার মধ্যে আটক করায় পেকুয়া থানার ওসি ও উদ্ধারকারী কর্মকর্তা এস আনোয়ার হোছাইনসহ সকল পুলিশকে ধন্যবাদ জানান অপহৃত স্কুলছাত্রের পরিবার। এব্যাপারে পেকুয়া থানার অফিসার ইনচার্জ মঈনউদ্দিন আহমেদের সাথে যোগযোগ করা হলে তিনি বলেন, শিশু অপহরণ চক্রের ৪ সদস্য সহ অপহৃত স্কুল ছাত্রকে উদ্ধার করা হয়েছে। অপহরণের পর সুস্থ ও অক্ষত অবস্থায় শিশুকে ফিরে পেয়ে প্রশাসনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পুলিশের ধারণা অপহরণকারীদের সাথে পেশাদার অপহরণকারীদের সংযোগ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে বলে সাংবাদিকদের জানান।
