শ্যামলবাংলা ডেস্ক : নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বলেছেন, আমাদের কাজ মন্তব্য করা নয়, আইন অনুযায়ী নির্বাচন করা। বিশ্বের বিভিন্ন দেশেই নির্বাচন হয়। বিরোধী পরে মতবিরোধ থাকে তাই
কেউ নির্বাচনে আসুক বা না আসুক সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। ৭ অক্টোবর সোমবার রাজধানীর শেরে বাংলানগরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি ওইসব কথা বলেন।

তিনি বলেন, সংবিধানে নির্বাচনের কথা বলা আছে। সবাই নির্বাচনে না আসলেও আইন অনুযায়ী নির্বাচন করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশের মতো আমাদের দেশের রাজনীতিবিদরাও শেষ পর্যন্ত জনগণের কথা চিন্তা করে নির্বাচনে আসবে বলে তিনি আশা করেন।
সংবিধান অনুযায়ী যথাসময়েই নির্বাচন হবে উলেখ করে নির্বাচন কমিশনার জানান, সেই ল্েয নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনের এখনো বেশ সময় আছে পরিস্থিতি অনুযায়ী আইন শৃঙ্খলাসহ সব বিষয়ে কমিশন যথাযথ ব্যবস্থা নেবে।
ইতোমধ্যে নির্বাচনী উপকরণ আসতে শুরু করেছে। আজ কিছু উপকরণ এসে পৌঁছেছে।
