ads

সোমবার , ৭ অক্টোবর ২০১৩ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অবশেষে উদ্বোধন হচ্ছে সানন্দবাড়ি জিঞ্জিরাম সেতু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ৭, ২০১৩ ১:৪৫ অপরাহ্ণ

Rajibpur pictur 07,10,2013 (1)জিয়াউর রহমান জিয়া, রাজীবপুর (কুড়িগ্রাম) : জামালপুর জেলার সাথে কুড়িগ্রাম জেলার যোগাযোগ নির্বিঘœ করতে সদ্য নির্মিত দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি জিঞ্জিরাম সেতুটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। এতে দু’জেলার ৬টি উপজেলার ১০ লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্নের সেতুর দ্বার উম্মোচিত হবে। ওই সেতু উদ্বোধন হলে অবহেলিত এ বিশাল জনপদ অর্থনৈতিকভাবেও লাভবান হবে। ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী জামালপুরের ইসলাম পুর থেকে সুইচ টিপে ওই সেতুর শুভ উদ্বোধন করবেন এমনটাই জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল হক। ওই সেতু উদ্বোধনকে ঘিরে ওই অঞ্চলের জনসাধারণের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
জানা যায়, ১৯৯৮ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সানন্দবাড়ি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। জামালপুর সড়ক ও জনপদ (সওজ) এর অধীনে সেতুটির নির্মাণ কাজ ৩ বছরে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ৪ দলীয় জোট সরকার ক্ষমতায় এসে ওই সেতুর বরাদ্দকৃত অর্থ প্রত্যাহার করে নেয়। ফলে সেতু নির্মাণ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এছাড়াও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান কাজে গাফিলতি ও দুর্নীতি করায় নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। শেষে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ওই সেতুর কাজ পুনরায় শুরু করা হয়। এতে সেতু নির্মাণে ব্যয় হয় প্রায় ১৩ কোটি টাকা আর সময় লাগে ১৫ বছর।
সানন্দবাড়ি জিঞ্জিরাম সেতু নির্মাণের ফলে জামালপুরের দেওয়ানগঞ্জ, ইসলামপুর, বকশীগঞ্জ এবং কুড়িগ্রাম জেলার রৌমারী ও রাজীবপুর উপজেলার প্রায় ১৫ লাখ মানুষের যাতায়াতে সুবিধা পাবে। অবহেলিত সীমান্তঘেষা এ বিশাল জনপদে অর্থনৈতিক পরিবর্তন ঘটবে। কৃষক তাদের কৃষি পণ্যের ন্যায্য মূল পাবে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!