গাবতলী (বগুড়া) প্রতিনিধি : মা, ডিম ওয়ালা, জাটকা ইলিশ মাছ আহরন, পরিবহন,বাজারজাত করন, বিক্রি ও মজুদ করার বিরুদ্ধে দেশব্যাপি প্রচারনার অংশ হিসাবে বগুড়ার গাবতলী উপজেলা মৎস্য অধিদপ্তর ব্যাপক প্রচারনা শুরু করেছে। বিভিন্ন হাট বাজারে মাইকিং, ঢোল মহরৎ ও মৎস্যজীবিদের নোটিশের মাধ্যমে শতর্ককরা হয়েছে। আগামী ১৩ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এ আইন বলবৎ থাকবে বলে উপজেলা মৎস্য অফিসার নজরুল ইসলাম জানিয়েছ। তিনি আরো জানান, এই আইন ভঙ্গ করলে ১ বছরের জেল ও ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দন্ডের বিধান বলবৎ রয়েছে। উলেখিত বেঁধেদেয়া সময়ের মধ্য যদি মৎস্য আইন ভঙ্গ করে সে অপরাধী হিসাবে শাস্তি পাবে।