শ্যামল বাংলা ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৫ সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজয়ে আওয়ামী লীগ এখন বেসামাল হয়ে পড়েছে। ৬ অক্টোবর রোববার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসকাবে ঢাকা মহানগর জাতীয়তাবাদী রিকশা ও ভ্যানচালক শ্রমিক দলের প্রতিনিধি সভায় তিনি ওই কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে। আর সে কারনেই অন্যের অধীনে নির্বাচন দিতে চান না।
মির্জা অভিযোগ করেন, এই সরকার নিজেদের মতা চিরস্থায়ী করার জন্য একটা রাজনৈতিক সংকট তৈরি করেছে। সংবিধান পরিবর্তন করে নিজেদের অধীনে নির্বাচন করার জন্য সব আয়োজন সম্পন্ন করেছে।তাদের ডাকাতি ও দুর্নীতির কারণে জনগণ তাদের ভোট দেবে না বলেই একতরফা নির্বাচনের আয়োজন।

জাতীয়তাবাদী রিকশা ও ভ্যানচালক শ্রমিক দলের ঢাকা মহানগর শাখার সভাপতি মাহবুব আলম বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, রাখেন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক জাফরুল হাসান, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, লোকমান হোসেন প্রমুখ।
