আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ফেনসিডিল ও যৌন উত্তেজক ট্যাবলেট এ্যানাগ্রাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বিজিবি। ৬ অক্টোবর রবিবার বিকেলে সীমান্তবর্তী গোয়ালপাড়া ও কেড়াগাছি এলাকা থেকে পৃথক অভিযানে ওইসব মালামাল উদ্ধার করা হয়। তবে ওইসময় কেউ আটক হয়নি।
সাতক্ষীরা-৩৮ বিজিবি ব্যাটালিয়নের অপারেশনাল অফিসার মেজর আনোয়ারুল মাজহার জানান, রবিবার বিকেল ৪টার দিকে উপজেলার সীমান্তবর্তী গোয়ালপাড়া এলাকা থেকে ৯৮৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেন মাদরা বিওপির সুবেদার নজরুল ইসলাম ও চান্দুড়িয়া বিওপির নায়েব সুবেদার এরশাদ আলীসহ বিজিবি জোয়ানরা। একই দিন বিকেলে কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার আমীর হোসেন কেঁড়াগাছি থেকে ৫পিছ ভারতীয় উন্নত মানের শাড়ি ও ৮০০ পিছ যৌন উত্তেজক এ্যানাগ্রা ট্যাবলেট এবং তলুইগাছা বিওপির সুবেদার নজরুল ইসলাম শনিবার রাত ১১টার দিকে কেঁড়াগাছি থেকে ১০পিছ থ্রি-পিছ উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৪লাখ ৫৯ হাজার ৪শ টাকা।
