এস.গুলবাগী,বগুড়া : বর্তনাম সরকার দেশের খাদ্যে স্বয়ংসম্পুণতা সহ সকল বিয়য়ে প্রভুত উন্নয়ন সাধন করেছে। সরকারের এসব উন্নয়ন কর্মকান্ড দেশের জনগনের কাছে তুলে ধরতে হবে। বিরুধী দলীয় সন্ত্রাসীরা দেশের পুলিশ, বিজিপি, সাংবাদিক ও সাধারন জনগনের উপর বোমা হামলা এবং হরতালের নামে ভাংচুর, অগ্নিসংযোগ করে হাজার হাজার মানুষ হত্যা করেছে। ৬ অক্টোবর রোববার বিকেলে বগুড়ার শাজাহানপুরে উপজেলা যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবু আহমেদ নাসীম পাভেল ওই কথাগুলি বলেন।
তিনি আরও বলেন, রাজনীতির নামে বিএনপি-জামায়াত জোট দেশে কোন অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালালে তা যুবলীগের নেতা-কর্মিরা কঠোর হস্তে প্রতিহত করবে। পাশাপাশি শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার সারাদেশে অভূতপূর্ব উন্নয়নের কথা দেশের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে তুলে ধরতে যুবলীগ নেতা-কর্মীদের আহবান জানান তিনি।
বিকেল ৫টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি ভিপি এম সুলতান আহম্মেদ। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক সোহরাব হোসেন ছান্নু’র উপস্থাপনায় বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ সম্পাদক আরিফ আল হাসান লিউ, বগুড়া জেলা যুবলীগের সহ-অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ শেখ, বিআরটিসি বগুড়ার পরিচালক শুভাশীষ পোদ্দার লিটন, সমবায় ব্যাংক বগুড়ার চেয়ারম্যান আমিনুল ইসলাম ডাবলু, নন্দিগ্রাম উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল জায়দার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলী ইমাম ইনোকী, সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আবু জাফর, নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক বাদশা আলমগীর, রন্জু প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন, ডা. আহমেদ রাজু, উপজেলা যুবলীগের সম্পাদক মন্ডলী যথাক্রমে বিপ্লব হোসেন বিপুল, আরিফ আজাদ পলাশ, আবু সাঈদ, মামুনুর রশিদ, রুবেল আহম্মেদ, খোট্টাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম মোহাব্বত, আমরুল ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম নয়ন, আড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মতিউর রহমান বকুল, আশেক পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির আহমেদ, মাঝিড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম, চোপীনগর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক জাহিদুর রহমান বাচ্চু, গোহাইল ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আরিফ হোসেন, খরনা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন, মাদলা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মিন্টু মিয়া প্রমুখ।
