তানোর (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর তানোরে পুকুরে ডুবে আদিবাসি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৫ অক্টোবর শনিবার দুপুরে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় আদিবাসিপল্লীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, উপজেলার কলমা ইউপি’র বনগাঁ আদিবাসিপাড়ার ধীরেন টুডুর পুত্র সুজন টুডু (৮) শনিবার দুপুরে পাশের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা যায়। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে রাত ৮টার দিকে পুকুরে বেড়জাল নামিয়ে সুজনের মৃত দেহ উদ্ধার করেন। এব্যাপারে রবিবার তানোর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
