শ্যামলবাংলা ডেস্ক :পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখা যাওয়ায় জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ অক্টোবর বুধবার পবিত্র ঈদ-উল আযহা।
৬ অক্টোবর রবিবার সন্ধ্যায় ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মো: আফজালের সভাপতিত্বে অনুষ্ঠিত চাঁদ দেখা কমিটির বৈঠকে ওই সিদ্ধান্ত জানানো হয।
মহান আলাহতায়ালার সন্তুষ্টি লাভের প্রত্যাশায় মুসলমানজাতির পিতা হযরত ইব্রাহিম (আ:) এর ত্যাগের অনন্য দৃষ্টান্ত স্মরণ করে সৃষ্টি কর্তার সন্তুষ্টি লাভের প্রত্যাশায় মুসলমানেরা এই ধর্মীয় উৎসবে পশু কোরবানি করেন, যার মধ্য দিয়ে নিজের ভেতরের কলুষতাকে বর্জন এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের প্রাথনা করেন।
