ঠাকুরগাঁও সংবাদদাতা : ২০১৩ সালে সবার জন্য স্যানিটেশন এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্ম সূচির মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় স্যানিটেশন দিবস উদযাপন হয়েছে। রোববার জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ব্র্যাক ওয়াশ কর্মসূচির সহযোগিতায় সকাল ১১ টায়র্ যালি ও আলোচনা সভা আয়োজন করে। জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। ড.মোকছেদ আলীর সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার ফয়সল মাহমুদ, জেলা পরিষদ প্রশাসক সাদেক কুরাইশী,উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধূরী প্রমুখ।