এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) : ‘সবাই মিলে ইঁদুর মারি, ফসল সম্পদ রক্ষা করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে। ৬ অক্টোবর রবিবার দুপুরে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে মাসব্যাপি ইঁদুর নিধন অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ফরিদুল হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার মাহবুবউল আলম খাসনবিশ। আলোচনায় অংশ নেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ রাকিবুল হাসান, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. হায়দর আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সেকান্দর আলী, উপ-সহকারী কৃষি অফিসার মো. আজিম উদ্দিন, মো. ইদ্রিস হোসেন, হেমনগর ইউনিয়নের শিমলাপাড়া সিআইজি সমিতির সভাপতি মো. আরিফ সিদ্দিকী প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।
