চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গায় সাংস্কৃতিক অঙ্গণে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৫ গুণী ব্যক্তিত্বকে জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা-২০১৩ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। ৫ অক্টোবর শনিবার রাতে শ্রীমন্ত টাউন হলে আয়োজিত বণার্ঢ্য অনুষ্ঠানে নাটক, সঙ্গীত, নৃত্য, যাত্রা এবং কবিতা আবৃত্তিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ওই সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে এক বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
ওই অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে সম্মাননা প্রাপ্তরা হলেন নাটকে ওয়ালিউর রহমান মালিক টুলু, নৃত্যে ইয়াসমিন বেগম, যাত্রাশিল্পে শহিদুল ইসলাম, সঙ্গীতে মুন্সি জাহাঙ্গীর আলম মান্নান ও কবিতা আবৃত্তিতে মরিয়ম শেলী। সম্মাননা প্রাপ্তদের প্রত্যেককে একটি করে ক্রেস্ট, সনদপত্র ও ১০ হাজার টাকার চেক প্রদান করে জেলা শিল্পকলা একাডেমী।
চুয়াডাঙ্গা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার নূরুল ইসলাম মালিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুর ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এসএম ইস্রাফিল, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুন্সি জাহাঙ্গীর আলম মান্নান. সাবেক সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান মালিক টুল্লু ও প্রেসক্লাব চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক মরিয়ম শেলী।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। চুয়াডাঙ্গা আবৃত্তি পর্ষদের শিল্পীদের পরিবেশনায় আফিয়া আনজুম প্রাচীর নেতৃত্বে আমাদের স্বাধীনতা শীর্ষক সমবেত আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আবৃত্তি করে প্রাপ্তি. কোয়েল, জাবিবা, জোনায়েদ, অধরা, প্রিয়তা, প্রাচি প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন মান্নান, মিজান, শান্ত, স¤্রাট, জেরিন প্রমুখ।