মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক চাপায় নাঈমা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত নাঈমা উপজেলার টিলাগাও ইউনিয়নের লালপুর গ্রামের সিদ্দিক আলীর মেয়ে। নাঈমা স্থানীয় লালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথশ শেণীর ছাত্রী। ঘটনাটি ঘটেছে লালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় বেলা ২ টার দিকে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার টিলাগাও ইউনিয়নের লালপুর গ্রাম এলাকায় রোববার বেলা ২টার দিকে রাস্ত্মার পাশে নাঈমাকে ট্রাক-(সিলেট-ট-৩৫৯৯)নং চাপা দিলে গুরুতর আহত অবস্থায় সিলেট নেয়ার পথিমধ্যে বেলা ৩ টায় শিশুটি মারা যায়। এলাকাবাসী ট্রাকসহ চালক ছুকুর আলী(২০) কে আটক করেছে। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও চালককে কুলাউড়া থানায় নিয়ে আসে। আটক ঘাতক ট্রাক চালক কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট এলাকার ইছহাক মিয়ার ছেলে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
