মো. আমির হোসেন আমু, দেবিদ্বার (কুমিল্লা) : কুিমল্লার দেবিদ্বারে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। ৫ অক্টোবর শনিবার বিকেলে উপজেলা সদরের সিএন্ডবি গ্যাস ফিল্ডের সামনে থেকে ওই গাাঁজাসহ তাকে আটক করা হয়। পরে রবিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানার এসআই সাইদুর রহমান ও নূরুল ইসলাম যুবরাজের নেতৃত্বে পুলিশী অভিযান চালিয়ে সিএন্ডবি গ্যাস ফিল্ডের সামনে থেকে যাত্রীবাহী সুগন্ধা পরিবহনে ব্রাক্ষ্ণণপাড়া উপজেলার শশীদল গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. শরিফ (২২) কে আটক করে। এসময় অভিনব কায়দায় ২ কেজি গাঁজা পলিথিনের কাগজ দিয়ে মুড়িয়ে পাচারকালে গাঁজাসহ তাকে আটক করে। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোর্শেদ বলেন, সে কম দামে গাঁজা কিনে বেশি দামে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে বলে স্বীকার করেছে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক মো. শরিফ বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দেবিদ্বার থানায় মামলা দায়ের করা হয়েছে।
