মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা : আগামীতে মতায় গেলে রংপুরে গ্যাস এনে শিল্প কারখানা গড়ে তোলা হবে। ৬ অক্টোবর রবিবার মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ীতে ইউনিয়ন ব্যাংকের শাখা উদ্বোধন করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ একথা বলেন।
উপজেলার শঠিবাড়ীতে ইউনিয়ন ব্যাংকের শাখা উদ্বোধনের পর এক পথ সভায় বক্তব্য রাখেন এরশাদ। তিনি বলেন, দেশের মানুষ এখন আর দুই নেত্রীকে চায়না। পালাবদলের দিন শেষ। এখন জাতীয় পার্টির সময় এসেছে। তিনি আরও বলেন, অতীতে জাতীয় পার্টিকে অনেক ফাঁকি দেওয়া হয়েছে। জাতীয় পার্টির প্রার্থীকে মেকানিজম করে হারানো হয়েছে। আগামী নির্বাচনে রংপুরের সবক’টি আসন উদ্ধার করা হবে। সব দলের অংশ গ্রহন ছাড়া দশম জাতীয় সংসদ নির্বাচন হবেনা। তাঁর জীবনের শেষ নির্বাচন উলেখ করে এরশাদ বলেন, এতদিন মহিলা মানুষের শাসন দেখেছেন। আর একবার মতায় যাওয়ার সুযোগ দেন। দেখিয়ে দেব- পুরুষ কাকে বলে। উদ্বোধনী অনুষ্ঠানে জাপার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মিঠাপুকুর শাখার সভাপতি এসএম ফখর-উজ-জামান জাহাঙ্গীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা সভাপতি মশিউর রহমান রাঙ্গা, উপজেলা জাপা সম্পাদক মোস্তফা জামান পারভেজ, জাপা নেতা মেসবাহুল ইসলাম মিলন, ইউনিয়ন ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক আ. হামিদ মিয়া, নব গঠিত শাখা ব্যবস্থাপক আব্দুলাহ আল মাসুদ প্রমুখ।
