পাবনা প্রতিনিধি : সিরাজগঞ্জের এনায়েতপুর থানার চাঁদপুর চরে আকস্মিক বজ্রপাতে ২ শিশু নিহত এবং এক বৃদ্ধা আহত হয়েছে। নিহতরা হচ্ছে তাছলিমা (৯) ও হালিমা (৭)।
আহত বৃদ্ধা জাহানারা বেগম (৫৫)কে স্থানীয় খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশংকা জনক ।
প্রত্যদর্শী ও হাসপাতাল সুত্রে জানা যায়, শনিবার দুপুরে গুড়ি-গুড়ি বৃষ্টি নামাকালে হঠাৎ বজ্রপাত হয়। তখন চাঁদপুর চরের নদীতে গোসল ও নৌকা চালোনা কালে একই গ্রামের মকবুল হোসেনের মেয়ে তাছলিমা, জাবেদ শেখের স্ত্রী বৃদ্ধা জাহানারা বেগম এবং তার নাতনী বেলাল হোসেনের মেয়ে হালিমার শরীর বজ্রপাতে ঝলসে যায়।এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসকরা তাছলিমা ও হালিমাকে মৃত বলে ঘোষণা করে। বর্তমানে চিকিৎসারত বৃদ্ধা জাহানারার অবস্থাও ভাল নয় বলে লাইফ সাপর্ট দিয়ে রাখা হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছে।
