স্টাফ রিপোর্টার : শেরপুরে ভাগ্য উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি’র বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর সন্ধ্যায় ভাগ্য উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি. নিউ মার্কেটস্থ অস্থায়ী কার্যালয়ে সংস্থার সভাপতি মো. আ. সামাদ এর সভাপতিত্বে বার্ষিক ওই সাধারন সভা অনুষ্টিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ ডা. মো. ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা সমবায় অফিসের সহকারী উপজেলা সমবায় কর্মকর্তা মারেফা-ই-আরেফিন। সভার শুরুতেই সমিতির সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম বার্ষিক আয় ব্যয়ের হিসাব সাধারণ সদস্যদের অবহিত করেন। সাধারণ সভায় আরও বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি বাবুল কুমার দে, সাধারন সম্পাদক মো. আশরাফুল আলম সদস্য হাফেজ ডা. মো. ইসলাম।
