ads

শনিবার , ৫ অক্টোবর ২০১৩ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রামপাল বিরোধী আন্দোলন প্রসঙ্গে কৃষিমন্ত্রী : তারা শুধু বলেই খালাস, একটি গাছও রক্ষা করতে পারেন না

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ৫, ২০১৩ ৫:২৩ অপরাহ্ণ

motia mpজাহাঙ্গীর আলম তালুকদার, নালিতাবাড়ী, (শেরপুর) : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বিদ্যুত হলো সভ্যতার অন্যতম ধাপ। এজন্য মানুষ বিদ্যুত চায়। সেদিকে লক্ষ্য রেখেই সরকার সুন্দরবন থেকে ১৫ কিলোমিটার দূরে খুলনার রামপালে কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে। সুন্দর বনে অসংখ্য চর থাকায় আমদানীকৃত কয়লা জাহাজে এনে বিদ্যুত কেন্দ্র স্থাপন করতে হবে বলেই রামপালকে নির্বাচন করা হয়েছে। আর তেল-গ্যাস-বন্দর রক্ষা কমিটি সুন্দরবন রক্ষার ধুঁয়ো তুলে তা প্রতিরোধের আন্দোলনে নেমেছে। কিন্তু তারা শুধু বলেই খালাস, একটা গাছও রক্ষা করতে পারেন না। তিনি বলেন, এক সময় বলা হয়েছিল, দেশ গ্যাসে ভাসছে। সিএনজি অনুমোদন দেওয়া হলো। এখন গ্যাস সঙ্কটে সারের উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে। আর বিদেশ থেকে গ্যাস আনতে হচ্ছে। তিনি আন্দোলনকারী নেতাদের উদ্দেশ্যে বলেন, ওসমানী উদ্যানে একসময় গাছ রক্ষার আন্দোলন করেছিলেন। এখন ওসমানী উদ্যানে কয়টা গাছ আছে ? আপনারা কয়টা গাছই বা রোপণ করেছেন ?
কৃষিমন্ত্রী ৫ অক্টোবর তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাপাসিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে যোগানিয়া ইউনিয়নের দু:স্থ ও গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে আগাম শীত বস্ত্র বিতরণ উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে ওইকথা বলেন। এসময় তিনি বলেন, শিক্ষাবান্ধব আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় এলে স্নাতক শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্ব নেবে। তিনি বলেন, বাবা-মা সন্তানদের দেখাশোনা করবে। আর শিক্ষার দায়িত্ব নেবে রাষ্ট্র।
তিনি বলেন, ২৬ হাজার বিদ্যালয় জাতীয়করণ করে ১ লাখ ৪৫ হাজার শিক্ষককে সরকারী চাকরি দেওয়া হয়েছে। ১ কোটি ১৯ হাজার শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হচ্ছে। বিসিএস পরীক্ষায় এখন আর প্রশ্ন পত্র ফাঁসের ঘটনা ঘটে না। বছরের শুরুতেই গরিব-ধনী সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। এসব কাজ অতীতে কেউ করতে পারেনি।
তিনি বিরোধী দলের সরকার বিরোধী আন্দোলন প্রসঙ্গে বলেন, তার আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচন নয়, অবৈধ পথে ক্ষমতায় যেতে ষড়যন্ত্র করছে। এজন্য তিনি সকল ষড়যন্ত্রের বিষয়ে দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, আল্লামা শফীর কাছে ইসলাম ও নারী নিরাপদ নয়। শেখ হাসিনা দেশের শান্তি ও ইসলামের মর্যাদা রক্ষায় কাজ করে যাচ্ছেন। দেশে আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ৭৮ বছর যাবত যে দাবি উপেক্ষিত ছিল, শেখ হাসিনা সে দাবিও আজ পূরণ করছেন। তিনি কৃষি, খাদ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের সফলতা তুলে ধরে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে জনগণের প্রতি আহবান জানিয়ে বলেন, উন্নয়ন, শান্তি ও ইসলাম রক্ষায় শেখ হাসিনা, আওয়ামী লীগ ও নৌকার বিকল্প নেই।
এসময় মন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন. পুলিশ সুপার মেহেদুল করিম, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদ আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হালিম উকিল ও সাধারন সম্পাদক মোকছেদুর রহমান লেবুসহ প্রশাসনের সংশ্লিষ্ট কমকর্তা ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!