ইয়ানুর রহমান, যশোর : যশোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সাব্বির হোসেন (২৫) নামে এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন। ৪ অক্টোবর শুক্রবার রাতে ওই খুনের ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন শহরের পুরাতন কসবা এলাকার আব্দুল জলিলের ছেলে।
জানা যায়, শুক্রবার রাতে শহরের শিল্পকলা একাডেমীর সামনে একদল সন্ত্রাসী তাকে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। এর পর রাত ১২ টার দিকে চিকিৎস্যাধীন অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে তারা মৃত্যু হয়। একটি সুত্র জানায়, শুক্রবার রাতে শিল্পকলা একাডেমীতে সুখমায়া সঙ্গীত একাডেমির উদ্যোগে সঙ্গীতানুষ্ঠান চলছিল। ছাত্রলীগ কর্মী সাব্বির হোসেন রাত ৯টার দিকে সেখানে যায়। এ সময় শহরের গাড়িখানারোড এলাকার বিল্লালসহ কয়েকজনের সাথে তার কথা কাটাকাটি হয়। এর জের ধরে ওই ক্যাডাররা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে।
যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল জানান, হামলার শিকার সাব্বির ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিল। যুবদল ক্যাডারদের ছুরিকাঘাতে সে খুন হয়েছে।
