মো. খালেদ পারভেজ বখ্শ, মৌলভীবাজার : মৌলভীবাজার প্রেসক্লাবের কার্যকরী পরিষদের নির্বাচনে চ্যানেল আইয়ের এম এ সালাম সভাপতি ও এনটিভি’র এস এম উমেদ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ৫ অক্টোবর শনিবার দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত মৌলভীবাজার প্রেসক্লাবে শুধুমাত্র সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। যুগ্ম সম্পাদক দু’পদে নির্বাাচিত হয়েছেন, দেশ টিভি প্রতিনিধি সালেহ এলাহি কুটি ও ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হচ্ছেন সহ-সভাপতি পদে কালেরকন্ঠ প্রতিনিধি আবদুল হামিদ মাহবুব, মোহনা টিভি প্রতিনিধি রমাপদ দেব সজল, কোষাধ্যক্ষ বিটিভি প্রতিনিধি হাসনাত কামাল,প্রচার প্রকাশনা সম্পাদক সময় টিভি প্রতিনিধি শাহ অলিদুর রহমান, দপ্তর সম্পাদক যুগান্তর প্রতিনিধি এম এ মুহিদ, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক জিটিভি প্রতিনিধি এম শাহজাহান, সদস্য পদে সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ পত্রিকার সম্পাদক নুরুল ইসলাম শেফুল, বাংলাভিশন প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, ইনডিপেনন্ডেন্ট প্রতিনিধি আনহার আহমদ সমশাদ, দি গুড মনিং প্রতিনিধি রজত কান্তি গোস্বামী, দৈনিক জনতা প্রতিনিধি ফজলুল করিম।
ওই নির্বাচনে এডভোকেট আব্দুল মছব্বির প্রধান নির্বাচন কমিশনার এবং আব্দুল মতালিব রঞ্জু ও মুহিদুর রহমান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।