আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার আদমদীঘির বিভিন্ন হাটে কোরবানীর পশুর আমদানীতে জমে উঠেছে কেনা বেচা। গত বছরের তুলনায় এবার গরু ছাগলের দাম একটু কম হওয়ায় ক্রেতারা বেশ খুশি। পবিত্র ঈদুল আযহা ঘনিয়ে আসলে পশুর দাম বৃদ্ধি পেতে পারে আশংকায় অনেকেই আগাম তাদের পছন্দ মত কোরবানীর গরু ছাগল কিনছেন।
সরজমিনে আদমদীঘি গো-হাট ও নশরতপুর হাটে গিয়ে দেখা যায় গরু ছাগলের আমদানী বেশী হওয়ায় এবার গত বছরের তুলনায় কোরবানীর গরু ছাগলের দাম তুলনামূলক কম। কোরবানীর গরু ক্রেতা সাইদুজ্জামান জানান, তিনি সাড়ে ১৮ হাজার টাকা দিয়ে একটি ষাঁড় গরু কিনেছেন। যা গত বছরের তুলনায় অনেক কম দামে পেয়েছেন। স্থানীয় কোরবানীর পশু ক্রেতা ছাড়াও অনেক ব্যাপারী গরু-ছাগল ক্রয় করে ট্রাকযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্যেশ্যে নিয়ে যাচ্ছে। এদিকে কোরবানী উপলক্ষ্যে পশুর হাটে যেন কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। হাট ইজারাদার রতন মূখার্জী জানান, আদমদীঘি কোরবানীর হাটে এ পর্যন্ত সর্বোচ্চ ১ লাখ ১০ হাজার টাকা দামের গরু কেনাবেচা হয়েছে।
