মশিউর রহমান জনি, দুর্গাপুর (রাজশাহী) : রাজশাহীর দুর্গাপুরে ধর্ষনের পর শ্বাসরোধে শিশু হত্যার চাঞ্চল্যকর মামলায় বখাটে ধর্ষক জামরুল ইসলাম রতন (১৮) কে কারাগারে পাঠানো হয়েছে। ৫ অক্টোবর শনিবার গ্রেফতারকৃত রতনকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শুক্রবার দুর্গাপুর পৌর এলাকার বহরমপুর গ্রামের হোটেল শ্রমিক কামরুল ইসলামের শিশুকন্যা আলো (৭) কে একই গ্রামের বেলালের বখাটে পুত্র জামরুল ইসলাম রতন (১৮) নদী থেকে পদ্মফুল তুলে দেওয়ার কথা বলে নদীর পার্শ্বে মিলনের পান বরজে নিয়ে ধর্ষনের পর তার গলায় ওরনা পেচিয়ে শ্বাসরোধে হত্যা করে। ওই ঘটনায় নিহত শিশুর পিতা বাদী হয়ে রতনকে আসামী করে মামলা দায়ের করলে থানা পুলিশ রতনকে গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে সোপর্দ করে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আকতার হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বখাটে রতন ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
