গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : ‘আলোকিত মানুষ চাই’ শ্লোগানকে ধারণ করে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্দেশ্য বাস্তবায়নে সেকেন্ডারী এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় এর উদ্যোগে বইপড়ার মানসে ‘পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচী’র আওতায় ২০১২ সালের মূল্যায়ন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার হাদিরা হাতেম আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শমসের আলী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধনবাড়ী প্রেসক্লাব সভাপতি ও সাপ্তাহিক ত্রিমোহনার ঢেউ’র সম্পাদক মন্ডলীর সভাপতি স. ম. জাহাঙ্গীর আলম, মধুপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আনছার আলী, সাংবাদিক এ কিউ রাসেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি ও সাংবাদিক আব্দুল্লাহ আবু এহসান, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক আব্দুল গফুর, সিনিয়র শিক্ষক আব্দুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জুলহাস উদ্দিন প্রমূখ। ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাদিরা হাতেম উচ্চ বিদ্যালয়ের কৃতি ২৪ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।
