গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের গোপালপুরে অটোরিক্সা অটোটেম্পো ও সিএনজি শ্রমিক ইউনিয়ন শিমলা রোড আঞ্চলিক শাখার কমিটি গঠন করা হয়েছে। ১০ সদস্য বিশিষ্ট জেলা অটোরিক্সা অটোটেম্পো ও সিএনজি শ্রমিক ইউনিয়ন উত্তর গোপালপুর, শিমলা রোড আঞ্চলিক শাখার ২ বছর মেয়াদী ওই কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে মো. তোফায়েল আহাম্মেদ তুলাকে সভাপতি ও মো. আলমগীর হোসেন মৃধাকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন খন্দকার সালে মোহাম্মদ সিনিয়র সহ-সভাপতি, মো. হাসানুর রহমান হায়দার মৃধা সহ-সভাপতি, আমিনুল ইসলাম মৃধা সহ-সাধারণ সম্পাদক, মো. রায়হান মৃধা সাংগঠনিক সম্পাদক, জয়নাল আবেদিন মণ্ডল অর্থ সম্পাদক, মো. সেন্টু মৃধা দপ্তর সম্পাদক, মো. ঝন্টু মৃধা প্রচার ও প্রকাশনা সম্পাদক, মো. মুন্নাফ মৃধা রোড সম্পাদক ও মো. শুকুর আলী মৃধা, মো. মন্টু মিয়া, মো. জুলহাস উদ্দিন, মো. আব্দুল খালেক মণ্ডল উপদেষ্টা এবং আলহাজ্ব ফজর আলী মৃধা, মো. সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর ও মো. ওসমান মৃধাকে সম্মানীত সদস্য করে আগামী দুই বছরের জন্য এ কমিটির লিখিত অনুমোদন দিয়েছেন সংগঠনটির জেলা শাখার সভাপতি হাজী মীর নুরুল আমিন ও সম্পাদক মো. মহসিন শিকদার।
৪ অক্টোবর শুক্রবার বাদ জুম্মা শিমলা রোডস্থ উত্তর গোপালপুর সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে নব-গঠিত কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।