রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের রাউজানে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ভারত থেকে আমদানীকৃত কোরবানীর গরু আসছে ট্রাকে ট্রাকে। ওইসব গরু আনা হচ্ছে কোরবানি ঈদের বাজারে বিক্রির উদ্দেশ্যে।
জানা যায়, উপজেলার প্রায় প্রতিটি পাড়ায় এখন গরুর বাজার। স্বল্প পূজির স্থানীয় কতিপয় মৌসুমী ব্যবসায়ীরা ওই গরুর ব্যবসায় মেতে ওঠেছে। তারা গ্রামের খোলা জায়গায় গরু রেখে কোরবানিদাতাদের কাছে বিক্রি করছে। এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায়, মহল্লায় মহল্লায় গরুর হাট বসায় এখন অধিকাংশ ক্রেতাই নিজ মহল্লা থেকে পছন্দের গরুটি কিনে নিচ্ছে।
উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে এখানে কমপক্ষে ৫০টি অস্থায়ী গরু বাজার বসেছে। ওইসব বাজার সৃষ্টি করা হয়েছে মৌসুমী গরু বিক্রি করতে। গরু ব্যবসার সাথে সংশ্লিষ্টরা জানিয়েছে কোরবানির ঈদের বাজারে গরু বিক্রি করতে ভারতীয় গরু সংগ্রহ করে এনেছে সাতক্ষীরা, রংপুর, লালমনিরহাট, পঞ্চগড় যশোরসহ বিভিন্ন সীমান্তবর্তী জেলার হাট বাজার থেকে। জাফর আহমদ নামের এক ব্যবসায়ী জানান, প্রতিটি ট্রাকে ছোট বড় ২০ থেকে ২২টি গরুর চালান আসে। এরকম এক ট্রাক গরু নিয়ে আসতে বিনিয়োগ করতে হয় ১১ থেকে ১২ লাখ টাকা পর্যন্ত। ঝুকিমুক্ত পরিবেশে গরু বিক্রি করা সম্ভব হলে ব্যবসা হয় ৪০ থেকে ৫০ হাজার টাকা। সংশ্লিষ্টরা জানিয়েছে এবার ব্যবসায়ীরা ঝামেলামুক্ত পরিবেশে গরু আনতে পেরেছেন। গরুও রোগও তেমন দেখা যাচ্ছে না। এই পরিবেশ শেষ পর্যন্ত বজায় থাকলে মৌসুমী ব্যবসায়ীরা লাভ করতে পারবে বলে আশা পোষণ করছেন।
