আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : কলারোয়া শিশু ল্যাবরেটরী নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে ‘আরাফাত-জয় বৃত্তি’ প্রকল্পের আওতায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ উপল্েয ৫ অক্টোবর শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মশিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিনুল ইসলাম লাল্টু। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক ইমদাদুল হক, থানার এসআই তারিকুল ইসলাম, অধ্যাপক শশাঙ্ক কুমার, অধ্যাপক ইউনুছ আলি, কামাল হোসেন, মীর রফিকুল ইসলাম, সিরাজুর রহমান, সহকারী শিক স্বপন কমুার দে, মাওলানা নুরুল হক, আমজাদ হোসেন, শাহ আলম, নার্গিস খানম, রুনা লায়লা, আব্দুল্যাহ আল মামুন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী প্রধান শিক শেখ জুলফিকারুজ্জামান । এসময় স্কুলের দ্বিতীয় সাময়িক পরীার ফলাফল ঘোষণা করা হয়।
